Alpine Chilapata Homestay

We are an ISO 9001-2015 and MSME Certified Travels Mentor Group who provides you Exotic Stays at Offbeat Locations ...



ডুয়ার্সের একটি অন্যতম এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র চিলাপাতা। এটি বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে রয়েছে। এখানে গিয়ে আপনি জঙ্গল সাফারিতে অংশগ্রহণ করলে একশৃঙ্গ গন্ডার এবং হাতির দেখা পেতে পারেন। এছাড়া তোর্সা এবং বানিয়া নদীর মনোরম দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবেন আপনি।


ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার।এটি পূর্ব হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এই অঞ্চল ভুটান তথা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই অঞ্চলের গড় উচ্চতা ১৫০-১৭০০ মিটারের মধ্যে। ডুয়ার্সের বেশির ভাগ অংশ ঘনবনাঞ্চল দ্বারা আবৃত। এই বনাঞ্চল হল ভারতীয় গণ্ডার ও হাতির প্রধান বাসভূমি। এছাড়া এখানে বাঘ, চিতা, হরিণও নানাধরনের পাখি রয়েছে। এরই একটি অঙ্গ CHILAPATA ।


চিলাপাতা একটি অতীব গভীর অরণ্যে যেখানে নানা ধরনের বন্যপ্রাণীর দেখা মেলে, সেই চিলাপাতার ভেতরই আমার HOMESTAY....


হাসিমারা station এ নেমে আমার নিজের গাড়িতে করে গভীর অরণ্যের ভেতরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যান আমার Homestay তে !!


Luggage নামিয়েই, একটু চা বা কফি খেয়ে হেঁটে বেরিয়ে পড়ুন আশ পাশ টা দেখতে, বেশি দূরে যাবেন না, বিপদ হতে পারে বুনো হাতি বা বাইসন উপস্থিতিতে.... ফিরে এসে ফ্রেশ হয়ে Lunch করেনিন, generally মাছ থাকে lunch এ আর mutton dinner এ...chicken বললে সেটাও পাবেন, সাথে পঞ্চ ব্যঞ্জনের ব্যবস্থা...


বিকেল বা সন্ধ্যে তে homestay র বাউন্ডারি র মধ্যেই থাকবেন, গাড়ি ছাড়া কোনোমতেই বেরোবেন না, জন্তু জানোয়ারের ডাক শুনতে শুনতে রাতের dinner করে শুয়ে পড়ুন...


যদি কলকাতা থেকে সাফারি বুক করে থাকেন তাহলে আপনাকে স্বাগত জানাবে সাফারির জিপসি homestay তে এসেই, ঘুরে আসবেন গহীন অরণ্যের ভেতরে....


আমাদের যে গাড়ি আছে তার চালক ভীষণ বিশ্বস্ত আর ভ্রমণ পিপাসু মানুষ পেলে গল্প করতে করতে ঘুরিয়ে দেখাবে আপনাকে অরণ্যের অনেক না দেখা যায়গা, ওর সাথে ঘুরে ঘুরে দেখুন ভুটান border সাথে মূর্তি নদী, জয়ন্তী রিভার সাইড , এগুলো তে থাকার দরকার নেই, সারাদিন কাটিয়ে আসুন আমার গাড়ি নিয়ে, মন ভরে থাকবে, সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে এই চিলাপতার দিন গুলো.....


আমার homestay তে আপনি সুবিধে মতন বা দরকার মতন ঘর পাবেন, সাথে অফুরন্ত খাওয়া দাওয়া, মাছ, মাটন, চিকেন etc etc, সাথে গহীন অরণ্যের এক নিস্তবতার স্বাদ...


আসুন , চলুন ঘুরে আসি আমার আপনার Chilapata তে...


আমাকে ফোন করে নেবেন :


98304 33902

96410 33902


তারপরের সব দায়িত্ব আমাদের ।।


🙏🏻

সান্তনু মিত্র

69.santanu@gmail.com